গোমাংস পরিবহন করায় গোবর খাওয়ানো হল

ঢাকা : ভারতে গরুর মাংস নিয়ে সহিংসতার শিকার হয়েছেন অনেকেই। এবার গরুর মাংস পরিবহন করায় শাস্তিস্বরূপ দুই ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে গরুর গবর ও মূত্র খাইয়েছে গ্রামরক্ষকরা।

ভারতের হরিয়ানা রাজ্যের একটি গ্রামে গ্রামরক্ষকদের হাতে ধরা পড়ার পর গত ১০ জুন এই ঘটনা ঘটে। গ্রাম রক্ষকরা রিজওয়ান এবং মুখতাইর নামের দুই লোককে আটক করে শারীরিক ও মানসিক অত্যাচার করার এই ঘটনা স্বীকার করেছে।

গ্রামরক্ষকদের প্রধান জাদব বলেছেন, ঐ ২ ব্যক্তি প্রায় ৭০০ কেজি গরুর মাংস নিয়ে গাড়িতে করে মেওয়াত থেকে দিল্লি যাচ্ছিলেন। আমরা খবর পেয়ে তাদেরকে প্রায় ৭ কিমি ধাওয়া করে বদরপুর সীমান্তের কাছে গিয়ে আটক করি। এরপর শিক্ষা দেয়ার জন্য জোর করে গরুর গোবর খাওয়াই। পরবর্তীতে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ভারতে গরুর মাংস নিষিদ্ধ হওয়ার পর অনেকগুলো হামলার ঘটনা ঘটেছে। গরু জবাই, গরুর মাংস খাওয়া কিংবা পরিবহনের সন্দেহে অনেক মুসলমান সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *