যুদ্ধক্ষেত্রে সেনাদের সঙ্গে ইফতার করলেন বাশার

যুদ্ধক্ষেত্রে সিরিয়ার সরকারি বাহিনীর সেনাদের সঙ্গে ইফতারে অংশ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। স্থানীয় সময় রোববার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলের খারাবৌ এলাকার মারজ আল-সুলতান বিমানবন্দরে এই ইফতার আয়োজন করা হয়।

সিরিয়ার আরবি ভাষার সরকারি সংবাদ সংস্থা সানা বাশার আল আসাদের ইফতারে অংশ নেওয়ার কিছু ছবি প্রকাশ করেছে। এসব ছবিতে দেখা যায়, সেনাসদস্যদের সঙ্গে অন্তরঙ্গ পরিবেশে ইফতার করছেন বাশার।

ইফতারে অংশ নিয়ে বাশার আল আসাদ বলেন, ‘আমার কাছে জীবনের সবচেয়ে উপাদেয় খাবার এটিই।’ এর আগে তিনি পূর্বাঞ্চলে আইএস হটিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত কয়েকটি এলাকা ঘুরে দেখেন।

টেলিভিশন চ্যানেল প্রেসটিভি জানায়, দামেস্কের পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়ছে সিরিয়ার সেনারা।
রোববার দিনের শুরুতে সিরিয়ার সেনারা রামিলা ও জার আল সাস গ্রামের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এ ছাড়া তালাত রাশিয়া আল-হামরা এলাকায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে সেনারা হামলা চালায়।

প্রেসটিভি জানায়, আলেপ্পো প্রদেশ এবং তুরস্ক সীমান্তসংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে আইএসের সঙ্গে সিরিয়ার সেনাদের তীব্র লড়াই চলছে।

জাতিসংঘের তথ্যমতে, ২০১১ সাল থেকে চলা সিরিয়ার সংঘাতে চার লাখের বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া ঘরবাড়ি হারিয়েছেন সিরিয়ার অর্ধেকের বেশি মানুষ। যুদ্ধের আগে সিরিয়ার জনসংখ্যা ছিল দুই কোটি ৩০ লাখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *