এক সাথে চার বিয়ে করে বউদের সাথে সেলফি

ঢাকা: ইসলাম ধর্মে একজন পুরুষকে চার বার বিয়ে করার অনুমতি দিলেও একই দিনে চার নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করার কথা শোনা যায়নি। সম্প্রতি কুয়েতের এক যুবক একসঙ্গে চার নারীকে বিয়ে করেছেন বলে খবর বেরিয়েছে।

শুধু বিয়ে করেই ক্ষান্ত হননি। ওই চারজনের সঙ্গে সেলফি তুলে সেগুলো আবার ফেসবুকে শেয়ারও করেছেন। এই ঘটনা আরব বিশ্বে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। ছবিতে দেখা যায়, তার চার বৌদের সকলে সাদা গাউন পরে আছেন। স্বামীর একসঙ্গে চার বিয়ে নিয়ে তাদের কোনো মধ্যে কোনো হতাশা লক্ষ্য করা যায়নি। উচ্ছ্বাসিত ওই কনেদের বেশ আগ্রহ সহকারেই বরের সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে।

সামাজিক মাধ্যমের অনেকেই এই বিয়ে নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন। ওই যুবকের মুণ্ডুপাত করতেও দেখা গেছে অনেককে। তবে কেউ কেউ মনে করছেন আসলে এই বিয়ের ঘটনা সত্যি নয়। তিনি যাদেরকে বিয়ে করেছেন বলে দাবি করেছেন তারা আসলে দুবাইয়ের চার মডেল। কনের সাজে তারা কেবল ওই যুবকের সঙ্গে মজা করে ভিডিওতে অংশ নিয়েছেন।

আরো শোনা যাচ্ছে, সাবেক স্ত্রীকে দেখানোর জন্যই নাকি তিনি একসঙ্গে চার বিয়ে করেছেন। তবে এ নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *