বাংলাদেশের ভেতর দিয়ে ত্রিপুরায় গ্যাস নিতে চায় ভারত

বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকলের আওতায় ট্রানজিটের মাধ্যমে এবার ত্রিপুরা রাজ্যের জন্য রান্নার গ্যাস নিতে চায় ভারত।

রাজ্যের রান্নার গ্যাসের সংকট নিরসনে বিকল্প পথে বাংলাদেশের আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে গ্যাস নিতে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে ইতিমধ্যে প্রস্তাব পাঠিয়েছে ত্রিপুরার আইওসি। প্রস্তাবটি এখন ভারত সরকারের বিবেচনাধীন।

জানা গেছে, বর্ষার শুরুতেই অতি বৃষ্টির কারণে ভারতের আসাম রাজ্যের লোয়াইরপোয়াসহ বিভিন্ন মহাসড়কের বেহাল দশা বিরাজ করছে। এসব সড়ক ধরে ত্রিপুরা রাজ্যের জন্য বিভিন্ন সামগ্রী পরিবহন করা হয়।

ভারতের আসাম ও মেঘালয়ের মহাসড়কগুলোর বেহাল দশা থাকায় গ্যাসভর্তি লরি ত্রিপুরা রাজ্যে নেয়া সম্ভব হচ্ছে না। গত দু’মাসের ওপর গ্যাস সংকট চলছে ত্রিপুরায়।

রাজ্যের গ্যাসের সংকট নিরসনে বিকল্প পথে অর্থাৎ বাংলাদেশের ভূ-খণ্ড ব্যবহার করে আশুগঞ্জ নদীবন্দর ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিটের মাধ্যমে গ্যাস নেয়ার জন্য ত্রিপুরা রাজ্যের আইওসি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *