বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এ রাষ্ট্র পুলিশি রাষ্ট্র হয়ে গেছে। পুলিশের অধীনেই আজকে দেশে সব চলছে।
আজ বুধবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন খালেদা জিয়া। বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ ইফতার মাহফিলের আয়োজন করে।
খালেদা জিয়া বলেন, ‘পুলিশ যাকে ইচ্ছে ধরে নিয়ে যাচ্ছে, যাকে ইচ্ছে ক্রসফায়ার করছে, মহিলাদের পর্যন্ত পুলিশ অত্যাচার করছে। কিন্তু সেখানে প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। পুলিশের অন্যায়ের প্রতিবাদ করলে জেল-জুলুম অত্যাচার সহ্য করতে হয়। দেশের ভেতরে খুন হচ্ছে পুলিশের দ্বারা, অন্যদিকে বর্ডার এলাকায় খুন হচ্ছে অন্য দেশের সিকিউরিটিদের দ্বারা।’
ড্যাবের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে খালেদা জিয়ার সঙ্গে ইফতার করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রমুখ।