পুলিশি নিরাপত্তা না নেয়ায় বিকাশ এজেন্টদের টাকা ছিনতাই: ডিএমপি

ঢাকা: বিকাশ এজেন্টদের নির্বুদ্ধিতার কারণেই রাজধানীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুলিশি নিরাপত্তা নেয় না বলে তারা ছিনতাইকারীদের টার্গেটের শিকার হন।

মোটা অংকের টাকা বহন করার সময় বিকাশ এজেন্টরা পুলিশি নিরাপত্তা নিলে আর ছিনতাইয়ের ঘটনা ঘটবে না বলে তিনি জানান।

মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে শাহজালাল ইসলামী ব্যাংকের দেয়া একটি গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এর আগে বিভিন্ন সময় ব্যাংকে বা ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর গ্রাহকরা ছিনতাইকারীদের কবলে পড়েছেন। ব্যাংকের সিসি ক্যামেরের পাশাপাশি পুলিশি নিরাপত্তার কারণে বর্তমানে তা কমে এসেছে।’

রমজানে যানজট প্রসঙ্গে তিনি বলেন, ‘দুইটি সিটি কর্পোরেশনেই সড়ক উন্নয়নের কাজ চলছে। তাই যানজট হচ্ছে। তারপরও ইফতারির আগে বাণিজ্যিক এলাকার সড়কগুলোতে অতিরিক্ত ট্রাফিক-পুলিশ মোতায়েন করা থাকে। তারা যানজট নিরসনে আপ্রাণ চেষ্টা করে থাকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *