তুরস্ক আন্তর্জাতিক হেফজ প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর চ্যাম্পিয়ন

তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্বের দরবারে বাংলাদেশের মুখকে আরেকবার উজ্জ্বল করেছে ঢাকা তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ আবদুল আখের।

শুক্রবার (১৭ জুন) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অন্যান্য বিজয়ীর মতো আবদুল আখেরের হাতে পুরস্কার তুলে দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান।

১৭ বছর বয়সী হাফেজ আবদুল আখের টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার মাওলানা আবদুল আলিম ও আকলিমা বেগমের কনিষ্ঠ সন্তান। সে রোববার (১৯ জুন) দেশে ফিরবে।

ইতিপূর্বে তানযীমুল উম্মাহ মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ১২বার প্রথম স্থান অর্জনসহ বিভিন্ন পুরস্কার লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *