দেশের প্রতিটি ব্যাংক লুট হয়েছে

ঢাকা : ক্ষমতাসীন আওয়ামী সরকারকে ‘ব্যর্থ, অযোগ্য ও অথর্ব’ আখ্যা দিয়ে এই অবৈধ সরকারের আমলে দেশের প্রতিটি ব্যাংক লুট হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

পবিত্র মাহে রমজানের দশম দিন বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন বেগম জিয়া।

রাজনৈতিক নেতাদের সম্মানে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

দেশের প্রতিটি ব্যাংক লুট হয়েছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, ‘জীবনে কখনো দেখিনি ব্যাংকগুলো এভাবে লুট হয়। প্রতিটি সরকারি ব্যাংক লুট হয়েছে। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যেও হাত দিয়েছে। সেজন্য অনেক বেসরকারি ব্যাংকের হিসাব মেলে না। আর রাষ্ট্রীয় ব্যাংকে আগে কখনো এভাবে ডাকাতি হয়নি, যেটা এই সরকার প্রমাণ করে দিল। আসলে এই সরকার ব্যর্থ, অযোগ্য, অথর্ব, দুর্নীতিবাজ, অত্যাচারী ও খুনি।’

ক্ষমতাসীনদের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘ছাত্রলীগের লোকজন অবাধে অস্ত্র নিয়ে ঘুরলেও তাদের ধরা হয় না। সম্প্রতি ছাত্রলীগের এক নেতা অস্ত্র নিয়ে ধরা পড়লেও তাকে জামিন দিয়ে দেয়া হয়েছে। আওয়ামী লীগের কাউকে অস্ত্রসহ ধরা হলেও রিমান্ডে নেয়া দূরের কথা, লোক দেখানোর জন্য জেলে নিয়ে কয়েকদিন পর জামিনে ছেড়ে দেয়া হয়। অথচ কোনো অপরাধ না করলেও বিএনপি নেতাকর্মীদের ধরে নিয়ে দিনের পর দিন কারাগারে রাখা হচ্ছে। জামিন হলেও নতুন মামলা দিয়ে জেলগেট থেকে তাদের আবার গ্রেপ্তার করা হচ্ছে। এই হচ্ছে দেশের অবস্থা।’

খালেদা জিয়া ইফতারের পূর্বে টেবিল ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এর আগে, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ইফতার মাহফিলে এসে পৌঁছান তিনি।

ইফতার মাহফিলে বিএনপি, এলডিপি, এনপিপি, জাগপা, ন্যাপ, জাতীয় পার্টি (জাফর)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *