ঢাকা : দেশে মোট প্রবাসী আয়ের ২২ দশমিক ১০ শতাংশ আসছে অবৈধ পথে। বাকি ৭৭ দশমিক ৯০ শতাংশ টাকা আসছে বৈধ পথে।
বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘প্রবাসী আয়ের বিনিয়োগ সম্পর্কিত জরিপ ২০১৬’ এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনটি উপস্থাপন করেন অর্থনৈতিক শুমারি-২০১৩ এর প্রকল্প পরিচালক দিলদার হোসেন।
জরিপ থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ‘বিদেশ থেকে প্রবাসী আয় প্রেরণের ক্ষেত্রে সর্বাধিক জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত মাধ্যম হচ্ছে ব্যাংক। ৫০ দশমিক ৭২ শতাংশ প্রবাসী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান। পরের অবস্থানে আছে মোবাইল ব্যাংকিং/বিকাশ (১৪ দশমিক ৩১ শতাংশ), ওয়ের্স্টান ইউনিয়ন মানিগ্রাম (১২ দশমিক ৬৬ শতাংশ) এবং হুন্ডি (১২ দশমিক ৩১ শতাংশ)।
মোট প্রবাসী আয়ের ৯৬ শতাংশ নগদ এবং অবশিষ্ট ৪ শতাংশ দ্রব্যমূল্য হিসেবে পাঠানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিদেশ থেকে পাঠানো অর্থ সাধারণত প্রবাসীদের পিতা-মাতা বা স্বামী/স্ত্রী গ্রহণ করে থাকেন। ৪৪ দশমিক ১৮ শতাংশ পিতা-মাতা এবং ৪১ দশমিক ৭৮ শতাংশ প্রবাসী আয় স্বামী/স্ত্রী গ্রহণ করে থাকেন।
প্রতিবেদন প্রকাশের সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কেএম মোজাম্মেল হক ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক আব্দুল ওয়াজেদ প্রমুখ।