জয়কে ‘হত্যার ষড়যন্ত্র’, তদন্ত প্রতিবেদন ২৬ জুলাই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় শফিক রেহমান ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাসান আরাফাত প্রতিবেদন দাখিল না করায় বিচারক আবারও নতুন করে দিন ধার্য করেন।

মামলায় অভিযোগ আনা হয়েছে, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে যেকোনো সময় বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউইয়র্ক শহরে এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।

এ ঘটনায় ২০১৫ সালের ৩ আগস্ট ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যা পরে মামলায় রূপান্তরিত হয়।

এ মামলায় গত ১৬ এপ্রিল শফিক রেহমানকে আটক করা হয়। অন্যদিকে মাহমুদুর রহমান ২০১৩ সাল থেকে কারাগারে আটক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *