আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেপ্তার

আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে মোঃ কাইকোবাদ (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবি) এর সদস্য বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার মধুগুরনই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে কাইকোবাদ মধুগুরনই গ্রামের মৃত মৌলভী আবদুল্লাহ পূত্র।

এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদোজ্জা বলেন, কাইকোবাদ ২০০৪ সালে সর্বহারা নিধন নামে বাংলা ভাইয়ের (জেএমবি) তা-ব, খুন, নির্যাতন, ঘর-বাড়ি লুটপাটে সক্রিয় অংশগ্রহণ করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার মধুগুরনই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *