সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষ: নিহত ৭০

সিরিয়ার আলেপ্পোতে সরকারী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৭০ জন প্রাণ হারিয়েছে। ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে এ সব লোক নিহত হয়। খবর আল-আরাবিয়ার।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা বুধবার জানায়, সরকারি ও রুশ বাহিনীর বিমান হামলার পর সরকারপন্থী যোদ্ধারা আলেপ্পো নগরীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জয়তান ও খালাসা গ্রাম পুনর্দখলে সক্ষম হয়।

বিদ্রোহীরা দু’টি গ্রামের নিয়ন্ত্রণ হারানোর কয়েক ঘণ্টা পর সরকারি বাহিনী গ্রাম দু’টির নিয়ন্ত্রণ নেয়।

এদিকে ফ্রান্স ও জার্মান সেনারা সিরিয়ার উত্তরাঞ্চলে সরকার বিরোধীদের সহায়তা করছে বলে সিরিয়া সরকার যে অভিযোগ করেছে, তা প্রত্যাখ্যান করেছে জার্মানি। দেশটির রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে বলা হয়, কোবানি নামে পরিচিত আইন আল-আরব ওমানজিব শহরে ফরাসি ও জার্মান সেনাদের উপস্থিতির কড়া প্রতিবাদ জানিয়েছে আসাদ সরকার।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী সিরিয়ার এ অভিযোগ অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *