সৌদি রাজার প্রশংসা করল ইসরাইল

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদের অবস্থানের প্রশংসা করেছেন ইহুদিবাদী ইসরাইলের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা।

অধিকৃত ফিলিস্তিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তৃতায় সৌদি আরবের জন্য এ প্রশংসা করেন ইসরাইলের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল হেরজি হালেভি।

ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়ার ক্ষেত্রে আরব দেশগুলোর ওপর রিয়াদের নির্ভর করার প্রশংসা করে হালেভি বলেন, “সৌদি আরব মধ্যপ্রাচ্যে এখন অনেক বেশি সক্রিয়। ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে সম্ভবত সৌদি আরবই প্রথম দেশ যে এত বেশি শক্ত অবস্থান নিয়েছে।”

সম্প্রতি সৌদি আরব তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক সংস্কারের যে পরিকল্পনা প্রণয়ন করেছে তারও প্রশংসা করেন ইসরাইলের গোয়েন্দা প্রধান।

তিনি বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে সৌদি আরব ভিন্ন অবকাঠামোর এক অর্থনীতি গড়ে তুলবে। তেলের দাম ব্যাপকভাবে কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সৌদি আরব আর্থিক সংকটের মুখে পড়ার পর অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনা ঘোষণা করেছে।

এদিকে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দোর গোল্ড নিশ্চিত করেছেন যে, ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সংলাপ চলছে। তিনি বলেন, “বরফের নিচে প্রচুর পরিমাণে উষ্ণ পানির প্রবাহ রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.