শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মহফিল আয়োজন করেন জেড ফোর্স সৌদী আরব পশ্চিম অঞ্চল

মুক্তিযুদ্ধকালীন ‘জেড’ ফোর্সের অধিনায়ক,মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা,জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেন জেড ফোর্সে পশ্চিম অঞ্চলের সৌদী আরব এর মক্কা প্রাদেশিক কমিটির। ।সকল মুসলমানের জন্য দোয়াও জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়।

এতে উপস্হিত ছিলেন তাজুল ইসলাম মনির (সভাপতি) জেড ফোর্সে সৌদী আরব পশ্চিম অঞ্চলের কেন্দ্রীয় কমিটির।,জহিরুল ইসলাম সেলিম (সহ সভাপতি)জেড ফোর্সে সৌদী আরব পশ্চিম অঞ্চলের কেন্দ্রীয় কমিটির।,লুৎফুর রহমান (সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক)জেড ফোর্সে সৌদী আরব পশ্চিম অঞ্চলের কেন্দ্রীয় কমিটির।,মোঃ রুমান কটু মিয়া (সহ-সাংগঠনিক সম্পাদক) জেড ফোর্সে সৌদী আরব পশ্চিম অঞ্চলের কেন্দ্রীয় কমিটির।এবং সোহেল মোহাম্মদ আজাদ,জাকারিয়া জেড ফোর্সে মক্কা প্রাদেশিক কমিটির।,শহীদুল ইসলাম জেড ফোর্সে মক্কা প্রাদেশিক কমিটির অঙ্গ সংগঠনের নেত্ববৃন্দ।

সভাপতি তাজুল ইসলাম মনির তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,শহীদ জিয়াই স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।আওয়ামী লীগ ইতিহাস থেকে শহীদ জিয়ার অবদান মুছে ফেলার অপচেষ্টায় লিপ্ত।শহীদ জিয়া সাড়া বাংলায় মিশে আছে,তাই বাকশালীদেও কোন চেষ্টাই সফল হবে না।তিনি শহীদ জিয়া প্রবতিত গনতন্ত্রন ফিরিয়ে আনার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এছাড়াও মদিনা হারাম শরিফে মদিনা জেড ফোরস এর উদ্যোগে দোয়া মাহ ফিলও মোনাজাত করা হয়এবংকি পরে রিয়াতুল জান্নাতে ২রাকাত নফল নামাজ পড়া হয়।মদিনা জেড ফোরসের আহবায়ক মোঃ আঃআজিজ ও সদস্য সচিব মোঃসাহআলম মিয়া।
আরো উপস্থিত ছিল সৌদি আরব পঃঅঃলের জেড ফোরস এর সাধারন সম্পাদক মোঃ আলীয়ার হোসেন আলি ,কেন্দ্রীয় সহ সভাপতি মোঃআসিফ মিয়া কেন্দ্রীয় সদস্য মোঃরফিকুল ইসলাম কেন্দ্রীয় সদস্য মোঃগোলাম নবিউল মদিনা জেড ফোরস এর যুগ্ন আহবায়ক মোঃসাইদুর রহমান, মোঃ সাইফুল ইসলাম মোঃ সফিক মিয়া মোঃ মোতালেব মিয়া মোঃ সহিদ মিয়া মদিনা জেড ফোরস এর সদস্য মোঃ আলিম মিয়া মোঃ রবেল মিয়া মোঃ ফালু মিয়া মোঃ জিলানী মোঃ বাদশা মিয়া মোঃ মুরাদ মিয়া মোঃ মতিয়ার রহমান মোঃ রাসেল মিয়াসহ আরো অনেকেই ।

জিখান/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.