ঢাকা : গ্রেপ্তার করায় পুলিশ কর্মকর্তাদের চোখের সামনেই নগ্ন হলেন এক নারী। এক এক করে পোশাক থেকে অন্তর্বাস, সবই খুলে ফেললেন নিমিষেই। থানার ভেতর পুলিশ কর্মকর্তারা তখন পালাবার পথ খুঁজে পাচ্ছেন না। সামনে কী হচ্ছে?
অন্যদিকে নগ্ন অবস্থাতেই টেবিল চাপড়ে চিৎকার করে চলেছেন ওই নারী। এমনকি কর্মকর্তাদের দিকে নিজের জিনিস খুলে ছুঁড়তেও দেখা যায় ওই নারীকে।
আশ্চর্যজনক এ ঘটনাটি ঘটেছে ভারতের আহমেদাবাদের একটি পুলিশ স্টেশনে। কোনোরকমে যখন ওই নারীকে থানা থেকে বের করতে সক্ষম হন পুলিশ কর্মকর্তারা, তখনও তার টপ আর হ্যান্ডব্যাগটা পড়ে থাকে থানার মেঝেতেই।
এক পুলিশ কর্মকর্তা না প্রকাশ না করা শর্তে বলেন, ‘হাতকড়া পরিয়ে যখন ওই নারীকে থানার ভেতর নিয়ে আসা হয়েছিল, তখন কর্মকর্তারা ঘুণাক্ষরেও বোঝেননি কী হতে চলেছে। প্রথমে শুরু হয় কথা কাটাকাটি দিয়ে। তারপর যা হলো… চোখ হাত দিয়ে বসে পড়তে হলো কর্মকর্তাদেরই।’
Jaynal Abedin liked this on Facebook.
probasnews24.com liked this on Facebook.
অবরুদ্ধ বিবেক liked this on Facebook.