চাঁদপুরের হাজীগঞ্জে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর ভাই কুদ্দুস চৌধুরী হাজীগঞ্জ থানায় গতকাল মঙ্গলবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মধ্য মেনাপুর বকাউল বাড়ির আবদুল কাদেরের ছেলে আরিফ হোসেন তার ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী খাদিজা বেগমকে (২৮) যৌতুকের জন্য দুইদিন ধরে শিকলে বেঁধে নির্যাতন করেছে।
সোমবার রাত ৮টার দিকে স্ত্রী খাদিজাকে স্বামী আরিফ ঘরের ভেতরে মারধর করে। একপর্যায়ে সে স্ত্রীর দু’পায়ে শিকল লাগিয়ে ঘরের আঁড়ার সঙ্গে বেঁধে রাখে। পরের দিন এলাকার গণ্যমান্য লোকজন গিয়ে ওই গৃহবধূর পা থেকে শিকল খুলে দেয়।
নির্যাতিত গৃহবধূ খাদিজা জানায়, ৩ বছর পূর্বে আরিফের সঙ্গে তার বিয়ে হয়। ওই সময় খাদিজার পরিবার তাকে কিছু নগদ টাকা দিয়ে সিএনজি কিনে দেয়।
কিন্তু এরপরও টাকার জন্য স্বামী আরিফ প্রায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।
খাদিজা জানায়, তাদের একটি প্রতিবন্ধী পুত্র সন্তান রয়েছে। বর্তমানে খাদিজা ৫ মাসের অন্তঃসত্ত্বা।
গৃহবধূর শ্বশুর আবদুল কাদের যুগান্তরকে জানান, ‘তারা প্রেম করে বিয়ে করেছে। আমি তার পরেও মেনে নিয়ে তাদেরকে ঘরে তুলে নিয়েছি। মাঝে মধ্যে তাদের মধ্যে টুকটাক ঝগড়া হয় শুনি ।
অভিযুক্ত স্বামী আরিফের মুঠোফোনে ঘটনার ব্যাপারে জানতে চাইলে সরাসরি কথা বলার আশ্বাস দিয়ে মুঠোফোনটি বন্ধ করে দেন তিনি। এরপর আর তার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
১নং রাজারগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আবদুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্যাতিতের পরিবার অভিযোগ নিয়ে আমার কাছে এসেছেন। আমি ঘটনা বিস্তারিত জেনে তাদের আইনের আশ্রয় নেয়ার কথা বলেছি।
হাজীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, অভিযোগের আলোকে আমি ছেলের বাড়িতে গিয়েছি। গৃহবধূকে শিকলে বেঁধে নির্যাতন করা হয়েছে এর সত্যতা পাওয়া গেছে ।
তিনি জানান, অভিযোগটি নিয়মিত মামলায় অন্তর্ভূক্ত হওয়ার পর ওই নারীর স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Jaynal Abedin liked this on Facebook.