ঢাকা : ৮৫ বছরের বৃদ্ধা মাকে বেধড়ক মারের অভিযোগ উঠল তার মেয়ের বিরুদ্ধেই। ঘটনাটি ঘটেছে দিল্লির কালকাজি এলাকায়। আর বৃদ্ধাকে মারধরের এই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে যায় পুলিশ। কিন্তু মেয়ের বিরুদ্ধে কোনোরকম অভিযোগ দায়ের করতে নারাজ ওই বৃদ্ধা। মায়ের মন বলে কথা। কিন্তু তার মেয়েও তো কোনো সন্তানের মা!
পুলিশ জানিয়েছে, নির্যাতিতা বৃদ্ধার স্বামী মারা গেছেন। বর্তমানে কালকাজিতে একটি আবাসনের চারতলায় থাকেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, বৃদ্ধার ৬০ বছর বয়সী মেয়ে তার উপর কীভাবে নির্যাতন চালাচ্ছে। সেইসঙ্গে অশ্লীল গালিগালাজও দিতে দেখা গেছে তাকে।
প্রতিবেশীদের অভিযোগ, প্রায়শই ওই বৃদ্ধাকে মারধর করে মেয়ে। ওইদিনও মারধরের সময় এক প্রতিবেশী তার মোবাইল ক্যামেরায় ভিডিও তুলে নেন। ভিডিও তুলতে দেখে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশীদেরও গালিগালাজ করতে থাকে অভিযুক্ত মেয়ে।
সোশাল মিডিয়ায় আপলোড করা সেই ছবিই এখন ভাইরাল। ভিডিও পোস্টটির নিচে ঘটনার তীব্র নিন্দাও করেছেন অনেকে।
Moin Ahmed liked this on Facebook.