মায়ের সঙ্গে ‘অবৈধ’ সম্পর্ক মানতে না পেরে ক্ষোভে সায়েম টেক্সটাইলের সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এজিএম) মনিরুল ইসলামকে তুলে নিয়ে হত্যা করেছেন ছেলে মুরসালিন (২৭)। ডিবির হাতে আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একথা স্বীকার করেছেন।
মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরসালিন জানিয়েছেন, তার মায়ের সঙ্গে মনিরুল ইসলামের ‘অবৈধ’ সম্পর্ক ছিল। এ বিষয়টি তিনি মানতে পারেননি। তাই স্থানীয় আরো চার সহযোগীকে নিয়ে ১৭ মে খিলগাঁও নন্দীপাড়া ব্রিজের পূর্বপাশ থেকে মনিরুল ইসলামকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে হত্যা করে। ঠিক কোথায় হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি ডিবি।
হত্যাকাণ্ডের পর মনিরুল ইসলামের ব্যবহৃত দু’টি মোবাইল ফোন পাশের একটি খালে ফেলে যায় তারা। এঘটনায় ১৮ মে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের হয়। মামলা নম্বর ৩৪। ওই মামলার তদন্তভার পেয়ে ডিবি মুরসালিনকে আটক করে। পরে তার দেয়া স্বীকারোক্তি মতে শাকিল, আকাশ, আশিক ও জুয়েল নামের ৪ যুবককে আটক করে। তারাও এ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার কথা ডিবির কাছে স্বীকার করেছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।
উল্লেখ্য, বুধবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর খিলগাঁও থেকে সায়েম টেক্সটাইলের এজিএম মো. মনিরুল ইসলামের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।
probasnews24.com liked this on Facebook.
Munna Khan liked this on Facebook.
Atikur Rahaman liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Jaynal Abedin liked this on Facebook.