প্রায় বছর পঞ্চাশ আগে মুসলিম কলোনিতে উঠে এসেছিলেন সাখুবাঈ ও তার স্বামী। বস্তি উচ্ছেদ পরবর্তী পুনর্বাসনের জেরে তাদের বাস শুরু হয়েছিল ভারতের মুম্বইয়ের মালাড ইস্টের স্কোয়াটার কলোনিতে৷ তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর৷ বেশ কয়েক বছর আগে সাখুবাঈয়ের স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তারপর থেকে ওই কলোনিতেই বিভিন্ন বাড়িতে কাজ করে দিন যাপন করতেন তিনি৷ কলোনির সকলেই এই বৃদ্ধাকে পছন্দ করতেন৷ শ্রদ্ধাও করতেন৷ আর তাই কিছুদিন আগে তিনি অসুস্থ হযে পড়লে মুসলিম প্রতিবেশীরাই তাকে গোরেগাঁওয়ের এক হাসপাতালে ভর্তি করেন৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ সেখানেই মৃত্যু হয় সাখুবাঈয়ের৷
এরপর কে নেবে তার অন্ত্যেষ্টির ভার? এগিয়ে আসেন পাড়ার লোকেরাই৷ কেউ কেউ অবশ্য বলেছিলেন মুসলিম মতেই সমাধিস্থ করা হবে তাকে৷ কিন্তু নারাজ হন আরও অনেকে৷ যেহেতু তিনি হিন্দু ছিলেন, তাই হিন্দু প্রথাতেই তার অন্ত্যেষ্টি হোক এমনটাই মত দিয়েছিলেন বেশিরভাগ পাড়ার লোক৷ আর শেষমেশ হলও তাই৷
জানা যায়, সাম্প্রদায়িক সম্প্রীতির এই ছবি এই নিয়ে দ্বিতীয়বার তুলে ধরল ওই কলোনি৷ সাখুবাঈয়ের স্বামী কিরণ সিংয়ের মৃত্যুর পরও তারাই এগিয়ে এসেছিলেন৷ ২০০২–এ গুজরাত দাঙ্গায় সারা দেশ তখন অশান্ত৷ কিন্তু কিরণ সিংয়ের শেষকাজে সেসবের ছাপ পড়েনি৷ এবারও পড়ল না৷ এলাকার মুসলিম ব্যবসায়ী জাভেদ শাহ বলেন, এই অন্ত্যেষ্টি নিয়ে পাড়ার কেউ দ্বিমত পোষণ করেননি৷ অপর ব্যবসায়ী মুস্তাফ খান জানাচ্ছেন, সম্প্রীতির সেরা ছবি হয়ে উঠে এল এ ঘটনা৷
Ibrahim Sowdagar liked this on Facebook.
Syed Ahmed liked this on Facebook.
Mohammad Rubel liked this on Facebook.
Atikur Rahaman liked this on Facebook.
Sumon Aminul liked this on Facebook.
Jaynal Abedin liked this on Facebook.
Bekar Jibon liked this on Facebook.