নিঃসঙ্গ হিন্দু নারীর অন্ত্যেষ্টি সম্পন্ন করলেন মুসলিম প্রতিবেশীরা

প্রায় বছর পঞ্চাশ আগে মুসলিম কলোনিতে উঠে এসেছিলেন সাখুবাঈ ও তার স্বামী। বস্তি উচ্ছেদ পরবর্তী পুনর্বাসনের জেরে তাদের বাস শুরু হয়েছিল ভারতের মুম্বইয়ের মালাড ইস্টের স্কোয়াটার কলোনিতে৷ তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর৷ বেশ কয়েক বছর আগে সাখুবাঈয়ের স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তারপর থেকে ওই কলোনিতেই বিভিন্ন বাড়িতে কাজ করে দিন যাপন করতেন তিনি৷ কলোনির সকলেই এই বৃদ্ধাকে পছন্দ করতেন৷ শ্রদ্ধাও করতেন৷ আর তাই কিছুদিন আগে তিনি অসুস্থ হযে পড়লে মুসলিম প্রতিবেশীরাই তাকে গোরেগাঁওয়ের এক হাসপাতালে ভর্তি করেন৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ সেখানেই মৃত্যু হয় সাখুবাঈয়ের৷

এরপর কে নেবে তার অন্ত্যেষ্টির ভার? এগিয়ে আসেন পাড়ার লোকেরাই৷ কেউ কেউ অবশ্য বলেছিলেন মুসলিম মতেই সমাধিস্থ করা হবে তাকে৷ কিন্তু নারাজ হন আরও অনেকে৷ যেহেতু তিনি হিন্দু ছিলেন, তাই হিন্দু প্রথাতেই তার অন্ত্যেষ্টি হোক এমনটাই মত দিয়েছিলেন বেশিরভাগ পাড়ার লোক৷ আর শেষমেশ হলও তাই৷

জানা যায়, সাম্প্রদায়িক সম্প্রীতির এই ছবি এই নিয়ে দ্বিতীয়বার তুলে ধরল ওই কলোনি৷ সাখুবাঈয়ের স্বামী কিরণ সিংয়ের মৃত্যুর পরও তারাই এগিয়ে এসেছিলেন৷ ২০০২–এ গুজরাত দাঙ্গায় সারা দেশ তখন অশান্ত৷ কিন্তু কিরণ সিংয়ের শেষকাজে সেসবের ছাপ পড়েনি৷ এবারও পড়ল না৷ এলাকার মুসলিম ব্যবসায়ী জাভেদ শাহ বলেন, এই অন্ত্যেষ্টি নিয়ে পাড়ার কেউ দ্বিমত পোষণ করেননি৷ অপর ব্যবসায়ী মুস্তাফ খান জানাচ্ছেন, সম্প্রীতির সেরা ছবি হয়ে উঠে এল এ ঘটনা৷

৭ thoughts on “নিঃসঙ্গ হিন্দু নারীর অন্ত্যেষ্টি সম্পন্ন করলেন মুসলিম প্রতিবেশীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *