যারা নিজেদের বাংলাদেশের ইসলাম ধর্মের ধারক বাহক বলে দাবি করেন তারাই মুসলিম বিশ্বের ঘৃণিত দেশ হিসেবে চিহ্ণিত ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ জনগণের কাছে যায়। কিন্তু বিএনপি ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার লোভে ইসরায়েলের দ্বারস্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন,‘ মুসলিম বিশ্বের শত্রু হিসেবে যে দেশ চিহ্ণিত তার কাছে হাত-পায়ে ধরে দ্বারস্থ হতে হবে এমন হীন মানসিকতা ও লজ্জাজনক কর্মকাণ্ড শুধু বিএনপিরই হয়।’
হানিফ শিক্ষক লাঞ্ছিত ঘটনা সম্পর্কে বলেন, ‘আমরা শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে সেলিম ওসমানকে প্রধান শিক্ষক ও জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছি। আশা করি সংসদ সদস্য সেলিম ওসমান তার কৃতকর্মের জন্য জাতি ও শিক্ষকের কাছে ক্ষমা চাইবেন।’
এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্তুজা খসরুসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Atikur Rahaman liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Jaynal Abedin liked this on Facebook.
Khorshed Alam liked this on Facebook.
MD Sabbir Sun liked this on Facebook.
MD Emamul Islam liked this on Facebook.