জনগণের কল্যাণের দিকে সরকারের দৃষ্টি নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ।
বুধবার (১৮ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে জাতীয়তাবাদী হেল্প সেলের খুন-গুম ও নির্যাতনে অসুস্থ নেতাকর্মীদের সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এ সময় অনুষ্ঠানে জাতীয়তাবাদী হেল্প সেল চারটি নির্যাতিত পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়। সংগঠনটি এ পর্যন্ত ১০ লাখ টাকার আর্থিক সহযোগিতা দিয়েছে হত্যা-নির্যাতনের শিকার পরিবারগুলোকে।
তিনি আরও বলেন, সাদা পোশাকে ধরে নিয়ে গিয়ে পায়ে গুলি করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। তবে সামনে আলোর দিন আসছে। রাষ্ট্রের সবক’টি প্রতিষ্ঠান জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মুসলিম বিদ্বেষী’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনি প্রধানমন্ত্রী হিসেবে মুসলিমবিদ্বেষী। আপনি মুসলিম হয়েও মুসলিমবিদ্বেষী। আপনি মুসলিম রাষ্ট্রগুলোর কাছে শত্রুতে পরিণত হয়েছেন। এই ঘটনা আড়াল করতেই আপনি ইসরাইল, মোসাদ, আসলাম চৌধুরী কল্পকাহিনী সাজিয়েছেন। আজকে আপনি আসলাম চৌধুরীকে নিয়ে ইসরাইলের মোসাদ মোসাদ বলছেন।’
অনুষ্ঠানে বিএনপির বিগত আন্দোলনে গুম হওয়া লালমনিরহাটের পাটগ্রাম পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক নাসির হোসেন, ফেনীর যুবদল নেতা মাহাবুর রহমান রিপন ও বিমানবন্দর থানা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন মুন্না এবং ২০১৫ সালের ৫ জানুয়ারি বুকে ‘গণতন্ত্র মুক্তি চাই’ লিখে রাজপথে থাকা বিপ্লবী সৈনিক দেলোয়ারকে আর্থিক সহায়তা দেয়া হয়। এর আগে আরো ২২টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সংগঠনটি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে রুহুল কবির রিজভী প্রশ্ন ছুড়ে দেন, ‘মুসলিম অধ্যুষিত সংযুক্ত আবর আমিরাতকে বাদ দিয়ে আপনি সেদিন কেন রাশিয়াকে সমর্থন করেছিলেন?’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিকভাবে আপনি সেক্যুলার ও ধর্মনিরপেক্ষ ভাব দেখানোর চেষ্টা করেন। কিন্তু এখানে (দেশে) শুধু মুসলিম ধর্ম নয়, সকল ধর্মের মানুষ আজ নির্যাতিত। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ হলেও আপনি হেফাজতের লোকদের মেরেছেন। যারা কোরআন তেলাওয়াত করে তাদের বিরুদ্ধে আপনি কোরআন পোড়ানোর অভিযোগ করেছেন। সেদিন কত মানুষ মেরেছেন তার পরিসংখ্যানও দেন নাই। এই কারণে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী এবং পৃথিবীর মুসলিম দেশগুলো থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশ আজ বাংলাদেশ থেকে শ্রমিক নেয় না।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা নুরুল আলম নুরুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।
নাসিম/প্রবাসনিউজ২৪.কম
Moin Ahmed liked this on Facebook.
Jonaid Gafur liked this on Facebook.
MD Sabbir Sun liked this on Facebook.
Mohammed Anwar Biplob liked this on Facebook.
MD Emamul Islam liked this on Facebook.