খালেদাকে জেলে পাঠালে সঙ্গী হবেন হাসিনাও

ঢাকা : বেগম খালেদা জিয়াকে জেলে নেয়ার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়াকে জেলে নিলে স্বল্প সময়ে সেখানে (জেল খানায়) শেখ হাসিনারও দেখা হতে পারে।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে মাওলানা মতীনের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি। বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল মতীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অনেক নেতাকে জেলে নিয়ে দলকে টুকরো টুকরো করে যেনতেনভাবে আরেকটা নির্বাচন দিতে চায় এই সরকার। সে নির্বাচনে বিএনপিকে দাওয়াত করবে শেখ হাসিনা। তবে বিএনপি সে দাওয়াতে যাবে না। এ দেশে তখনই নির্বাচন হবে যে নির্বাচনে জনগণ নিজের ভোট নিজে দিতে পারবে।’

তিনি বলেন, ‘দেশের ১৬ কোটি মানুষ এই সরকারের পতন চায়। জনগণ যাদেরকে চায় না তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো প্রয়োজন নেই। তাছাড়া বিএনপি কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। দেশের একজন রিকশাওয়ালাও এই সরকারের পতন চায়। একদিনও এই অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকুক, দেশের জনগণ তা চায় না।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত ভারত ছাড়া বিশ্বের কোনো দেশই এই সরকারকে বৈধতা দেয়নি। বৈধতা পাওয়ার জন্যই সরকার একেক সময়ে একেক নাটক সাজাচ্ছে। এরই অংশ হিসেবে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এসব করে শেষ রক্ষা হবে না। জনগণই এই সরকারকে বিদায় করবে।’

আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে কী তথ্য পাওয়া গেছে, তা জাতির সামনে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানান গয়েশ্বর।

মিডিয়া মালিকদের ব্ল্যাকমেইল করা হচ্ছে এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘গণমাধ্যম এখন আর গণমাধ্যম নেই। এটি এখন হয়ে গেছে হাসিনা মাধ্যম। সরকার গণমাধ্যমগুলোর ওপর চাপ সৃষ্টি করছে বলে তারা যা জানে তা বলতে পারে না।’

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।

১৩ thoughts on “খালেদাকে জেলে পাঠালে সঙ্গী হবেন হাসিনাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *