জার্সির কলার তুলে রাখার কারন জানালেন আজহার

ঢাকা: প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয় আছে। আছে চলাফেরার মধ্যে পার্থক্য। আবার কিছু ব্যতিক্রমী অভ্যাসও আছে অনেকের। এমনই একজন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিন।

ক্রিকেট মাঠে যে ভাবে তিনি দক্ষতার সঙ্গে ব্যাট চালিয়েছেন, ঠিক একই রকম ভাবে রাজনীতিতেও সফল ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ক্রিকটার মোহাম্মদ আজহার উদ্দিন। ২২ গজে তার দারুন সব শটগুলো দর্শকদের বিমোহিত করত। কিন্তু আজহার সম্পর্কে একটা বিষয়ে কোনও দিনই কারও মনে প্রশ্ন ওঠেনি। সেটা এত দিন রহস্যই থেকে গিয়েছে। আজাহার নিজে যদি সেই রহস্য উদ্ঘাটনে এগিয়ে না আসতেই সেটা রহস্যই থেকে যেত। কী? সেই রহস্যটা।

আজহার যখনই মাঠে আসতেন, ব্যাটিং হোক বা ফিল্ডিং, তার জার্সির কলারটা সবসময় তুলে রাখতেন। কোনো দিন প্রশ্ন ওঠেনি এই বিষয়টি নিয়ে। কেন তিনি জার্সির কলার তুলে রাখতেন? অনেকে মনে করতেন প্রচণ্ড অহংকারেরই পরিচয় দিতেন ওই কলার তোলার মধ্য দিয়ে।
কিন্তু না। সম্প্রতি একটি সাক্ষাত্কারে সেই রহস্যের পর্দা ফাস করেছেন খোদ আজহারই। তার সোজা সাপ্টা জবাব, ‘যখন পয়েন্টে ফিল্ডিং করতাম, সূর্যের রশ্মি ঘাড়ের উপর পড়ে সেখানে চামড়ায় সমস্যা হতো। তাই প্রোটেকশন হিসাবেই কলারটা তুলে রাখতাম। পরে অবশ্য সেটা অভ্যাসে দাঁড়িয়ে যায়।’

আরও একটা বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। সেটাও ছিল কলার তোলার মতো ট্রেড মার্ক। তাঁকে প্রশ্ন করা হয়, কেন তিনি সব সময় সাদা হেলমেট পরতেন? তিনি বলেন, ‘সাদা আমার পছন্দের রং। খেলার সময় নীল রঙের হেলমেট পরতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা না থাকায় সাদা হেলমেটটাই পরতাম।

One thought on “জার্সির কলার তুলে রাখার কারন জানালেন আজহার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *