বিএনপির একটি প্রতিনিধি দল আজ সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্ণিকাটের গুলশানের বাসায় গিয়েছে। তারা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন। তবে সাক্ষাতের উদ্দেশ্য সম্পর্কে তেমন কিছু এখনও জানা যায় নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে ছয় সদস্যের ওই প্রতিনিধি দল আজ সকাল সাড়ে সাতটায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় পৌছান বলে জানা গেছে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, ইনাম আহমেদ চৌধুরী ও সাবিহ উদ্দিন আহমেদ প্রতিনিধি দলে ছিলেন।
Abdul Halem Bablu liked this on Facebook.
Sohel Biplob liked this on Facebook.
Jaynal Abedin liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
MD Sabbir Sun liked this on Facebook.