বিএনপি যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতার প্রতিবাদে নিন্দা জানিয়েছেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জাহাঙ্গীর শিকদার ।
তিনি বলেন, ভারতীয় গোয়েন্দা বিভাগ , দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার আসলাম চৌধুরী । বর্তমান অবৈধ সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই একের পর এক নেতাকর্মীদের গ্রেফতার হয়রানী করছে। দেশে আইনের শাসন নেই বললেই চলে। মানুষের জান মালের কোন নিরাপত্তা নেই। আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী বিরোধী মত দমনে সর্বশক্তি নিয়োগ করেছে। কিন্তু দেশের মানুষের নিরাপত্তায় তারা কোন ভুমিকা পালন করছেনা। গ্রেফতার হয়রানী চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবে না।
আমি অনতিবিলম্বে আসলাম চৌধুরীর শর্তহীন মুক্তির দাবী জানাচ্ছি।
MD LiTon Hossen Hossen liked this on Facebook.
M A Alam Masud liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Aliar Hossain liked this on Facebook.