নির্মাণাধীন একটি ভবনের ভাঙ্গা অংশের নিচে আটকে পড়েছেন দুইজন বাংলাদেশী। আটকে থাকা বাকি চারজনকে উদ্ধার করা হয়েছে। পের্সিয়ারান বারাত, পেতালিং জায়া এলাকার একটি ভবন ধসের ঘটনায় আটকে পড়ে বাংলাদেশী শ্রমিকেরা।
সেলাঙ্গর এর উদ্ধারকারী দল প্রধান জানান আজ সকাল ১০ টায় ভবন ধসের ঘটনাটি ঘটে।
আহত তিন শ্রমিককে মালয় বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ।
বেলা ৩টার দিকে আটকে থাকা চতুর্থ শ্রমিককে উদ্ধার করা হয়।
আহত শ্রমিকদের কোন নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি ।
সুত্র : ষ্টার অনলাইন
তোমার ভালবাসা চাই liked this on Facebook.
Shohag Amin liked this on Facebook.
Jorna Akter liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.