আজ জাসাস সবুজবাগ থানার কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জাহাঙ্গীর শিকাদার বলেন সর্বত্রই আতঙ্কিত পরিবেশ বিরাজ করছে । এমনভাবে দেশ চলতে পারে না ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাগজের ফুলের যেমন শুধু সৌন্দয্য থাকে কোন গন্ধ থাকে না, তেমনি ভোটারবিহীন, জবরদখলকারী,অবৈধ এই সরকার তার মন্ত্রীসভা নিয়ে গনতন্ত্রের মেকি মাখিয়ে লুটপাট- দুর্নীতি, হানাহানি, খুনাখুনি করেই যাচ্ছে। প্রকৃত কোন উন্নয়ন করছে না । ভিত্তিহীন ও মিথ্যা অজুহাতে বিরোধীদল দমনে সরকারের চরম একগুয়েমী ও তাদের দলের সন্ত্রাসী কর্মতৎপরতার কারনে আজ মানুষের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার কোনটাই নেই। অফিস আদালতে।পথে-ঘাটে,ঘরে-বাহিরে এমনকি মায়ের পেটে কোথাও কেউই নিরাপদে নেই । সর্বত্রই আতঙ্কিত পরিবেশ বিরাজ করছে । এমনভাবে দেশ চলতে পারে না ।
তিনি নেতাকর্মীদের আরও বলেন তাই দেশকে গনতন্ত্রের পথে চলতে, মানুষের সকল অধিকার ফিরিয়ে দিতে ও শান্তিপুর্ন সহবস্থানের জন্য নেতাকর্মীসহ আপামর জনসাধারন সবাইকে জাতীয়তাবাদীর শক্তির দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বের ছায়াতলে একতাবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন-সংগ্রাম ও প্রতিরোধের মাধ্যমে এই অবৈধ সরকারকে হটিয়ে জনগনের আশা- আকাঙ্কার প্রতিনিধিত্ব সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ ।
আজ ১৪ই মে বিকালে বিএনপি কেন্দ্রীয় কার্যলয়ে জাসাস ঢাকা মহানগর দক্ষিন এর সবুজবাগ থানার কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সবুজবাগ থানা জাসাস এর সভাপতি সৈয়দ আব্দুস সোবহান । উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জনাব জাহাঙ্গীর শিকদার । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক খালেদ এনাম মুন্না, জাসাস ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ডাঃ আরিফুল রহমান মোল্লা, দক্ষিনের সিনিয়র সহ-সভাপতি কে,এস, হোসেন টমাস,। সভায় আরও উপস্থিত ছিলেন মাহতাব উদ্দিন শিকদার, মোঃ আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন আনু , আব্দুল জব্বার,দ্বীন মোঃ দুলু, ইরানুল ইসলাম বিপ্লব, মজিবর রহমান দিপু, তারেক কবিরসহ সবুজবাগ থানা জাসাসের মনির হোসেন, রিপন মাহমুদ প্রমুখ ।
জিখান/প্রবাসনিউজ২৪.কম
Irâñúl Islâm ßipløb liked this on Facebook.
MD Sabbir Sun liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Faizur Mollik liked this on Facebook.