‘তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহারের তথ্য আমাদের কাছে নেই’

ঢাকা থেকে তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে কোন তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে এ রকম  কোনো তথ্য নেই যে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে। আমাদের কাছে  যে তথ্য আছে, রাষ্ট্রদূত বাংলাদেশ ছাড়ার আগে আমাদের লিখিতভাবে জানিয়ে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে, তিনি বাংলাদেশের বাইরে যাচ্ছেন এবং তার অবর্তমানে কে দায়িত্ব পালন করবেন, সেই কূটনীতিকের নামটাও বলে গেছেন। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এই  যে প্রক্রিয়াটা অবলম্বন করেছেন। কিন্তু প্রত্যাহার হলে বা প্রত্যাহার করে নিলে বলে করা হয় সাধারণত। সেটি তারা করেনি। শাহরিয়ার আলম বলেন, পাকিস্তান আর তুরস্কের রি-অ্যাকশনটাকে এক পাল্লায় মাপার সুযোগ নেই। পাকিস্তানের বিষয়টি ফার মোর গ্রেভ (অনেক বেশি  বেদনাদায়ক)। আমাদের জন্য খুবই ডিস্টার্বিং এবং সেখানে শুধু যে ফাঁসির সময় নিন্দা করা হয়েছে, তা নয়।

One thought on “‘তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহারের তথ্য আমাদের কাছে নেই’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.