‘ঘুরে দাঁড়াবে মুস্তাফিজ’

ক্রিকেট জগতে ধুমকেতু হতে আসেননি মুস্তাফিজুর রহমান। এসেেেছন শুকতারা হতে। ক্রিকেট ইতিহাসে দীর্ঘদিন তার নাম শুকতারার মতো জ্বলজ্বল করবে। এমনটাই মনে করেন বিশেষজ্ঞ ক্রিকেটাররা। অভিষেকের পর থেকে মুস্তাফিজুর রহমার যা দেখাচ্ছেন তার ওপর ভিত্তি করেই ভবিষ্যতের কথা বলছেন তারা। মাত্র এক বছরের ক্রিকেট ক্যারিয়ারের খারাপ দিন খুব কমই এসেছে বাংলাদেশের এ পেসারের। দল হারলেও মুস্তাফিজ দেখিয়েছেন তার আপন আলো। তবে বৃহস্পতিবার তার জন্য ছিল একটি ব্যতিক্রমী দিন। চরম খারাপ একটি দিন গেলো তার। ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) এদিন তার দল সানরাইজার্স হায়দরাবাদ হারলো ৭ উইকেটের বড় ব্যবধানে। আর এ ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের ব্যাটসম্যানদের হাতে বেধড়ক মার খেলেন দলের সেরা বোলার মুস্তাফিজ। চার ওভারে ৩৯ রান দিয়ে থাকলেন উইকেটশূন্য। প্রথম ওভারে ৯ রান দেয়ার পর দ্বিতীয় ওভারে সবাই অবাক করে দেন ১৪ রান দিয়ে। তৃতীয় ওভারে ঘুরে দাঁড়িয়ে দেন মাত্র ৩ রান। কিন্তু ব্যক্তিগত শেষ ওভারে ফের তিনি হজম করেন ১৩ রান। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান ঋষভ পান্ত মুস্তাফিজের বিপক্ষে ছিলেন খড়গহস্ত। এদিন বাংলাদেশি পেসারের ১৩ বল মোকাবিলা করে নেন ২৬ রান! হাঁকান ২ চার ও ২ ছক্কা। মুস্তাফিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে একজন ব্যাটসম্যানকে এক ম্যাচে সর্বোচ্চ রান দেয়ার ঘটনা এটি। চলতি আইপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। কিন্তু এর আগে এত রান দেননি একবারও। এর আগে সর্বোচ্চ ৩৪ রান দিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে খেলেছেন ১৩ ম্যাচ। এরমধ্যে ৪ ওভারে সর্বোচ্চ ৪০ রান দেয়ার ঘটনা আছে তার। এশিয়া কাপে ভারতের বিপক্ষে এই খরুচে বোলিং করেন তিনি। মোট মিলিয়ে টি-টোয়েন্টিতে এটিই তার সর্বোচ্চ রান দেয়ার ঘটনা। আর বৃহস্পতিবার দিলেন ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ রান। তবে এবারের ঘটনায় ‘ব্যর্থতা’র বৃত্তে প্রবেশ করলেন মুস্তাফিজ। এবার টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকলেন তিনি। আগের ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে ২৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এর আগে টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকেননি মুস্তাফিজ। তবে টানা উইকেটশূন্য থাকার পরও মুস্তাফিজকে নিয়ে হতাশ নন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার ম্যাচে টিভিতে ধারাভাষ্য দেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেমিয়েন ফ্লেমিং। জনপ্রিয় এ ধারাভাষ্যকর বলেন, ‘মুস্তাফিজের আজকের দিনটা খারাপ গেলো। আগের ম্যাচেও সে উইকেট পায়নি। তবে সে যে মানের বোলার তাতে মনে হয় না- এর ধারাবাহিকতা থাকবে। ফিজ সামনে ঘুরে দাঁড়াবে’।

৭ thoughts on “‘ঘুরে দাঁড়াবে মুস্তাফিজ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.