চীনের এক নারী পুলিশ অফিসার শখ করে ইউনিফর্ম পরেই কিছু ‘সেক্সি’ সেলফি তুলে পোস্ট করেছিলেন অনলাইনে। এ কারণে তাকে চাকরি হারাতে হয়েছে।
পুলিশের ইউনিফর্ম পড়ে নিজের ব্লগে কিছু উত্তেজক ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। আর এই নিয়ে তৈরি হয় বিতর্ক জড়ান তিনি। এর জেরেই চাকরি থেকে বহিষ্কার করা হয় ওই নারী পুলিশ অফিসারকে। তাকে দেওয়া পুলিশের ইউনিফর্ম ফেরত নেওয়া হয়েছে।
সেলফিতে দেখা গেছে, ওই নারী উর্দির শুধুমাত্র উপরের অংশটিই পরেছেন। আর এ কারণেই চীনের ডেনডং সিটি পুলিশ একাডেমিতে কর্মরত ওই অফিসারের বিরুদ্ধে ‘অশ্লীলতার’ অভিযোগ তুলে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
প্রসঙ্গত, মাস খানেক আগেই একইরকম একটি ঘটনা ঘটেছে মেক্সিকোয়। সেদেশের এক নারী পুলিশ কর্মকর্তা টপলেস সেলফি তুলে পোস্ট করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট বিভাগ। পদত্যাগ করতে হয় তাঁকে।
Elahi Sujan liked this on Facebook.
HM Chowdhury liked this on Facebook.
Rizwan Mahmud liked this on Facebook.
লালমনিরহাট জেলা liked this on Facebook.