বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে থানছি উপজেলায় আলীকদমের ৫৭ ব্যাটেলিয়নের নতুন একটি বিজিবি ক্যাম্পকে লক্ষ্য করে ছয়টি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টা বা পৌনে ১০টার দিকে মিয়ানমারের সীমান্তে দুর্গম বুলুপাড়া ক্যাম্পে এ ঘটনাটি ঘটে।
আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা দুটি মর্টার শেল সীমান্তের দিকে নিক্ষেপ করে। এ ঘটনার পর সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এবং বিজিবি সদস্যদের সতর্কাবস্থায় রাখা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে বান্দরবানের থানছি মিয়ানমার সীমান্তের ক্যাম্পগুলোতে বিজিবির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বুলুপাড়া ক্যাম্প থেকে মিয়ানমার সীমান্ত আধা কিলোমিটারেরও কম। রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বুলুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা টহল দেয়ার সময় হঠাৎ করেই পর পর ছয়টি মর্টার শেল এসে ক্যাম্পের হেলিপেডের পাশে পড়ে। ঘটনার আঁচ করতে পেরে বিজিবিও আত্মরক্ষার্থে সীমান্তের দিকে দু’টি মর্টার শেল নিক্ষেপ করে। মিয়ানমার সীমান্ত থেকে কারা মর্টার শেলগুলো নিক্ষেপ করেছে তা এখনো জানা যায়নি।
তবে সীমান্তের স্থানীয়রা জানিয়েছে, গত কয়েকদিন থেকে মিয়ানমার সীমান্তে সাঙ্গু ও মাতামুহুরী রিজার্ভ এলাকার ৬৬ পিলারের ওপারে মিয়ানমার তাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি করে আসছে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ক্যাম্প থেকে মর্টার শেলগুলো নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।
Moin Ahmed liked this on Facebook.
Mohammed Saiful Islam liked this on Facebook.
Abdul Mannan Mannan liked this on Facebook.
Sumon Aminul liked this on Facebook.
Chowdhury Tania liked this on Facebook.
Atikur Rahaman liked this on Facebook.
Elias Mia Elias Mia liked this on Facebook.
Forhad Hossain liked this on Facebook.
Khandakar Mamun liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.