কম দক্ষ বিদেশী শ্রমিক নেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করবে মালয়েশিয়া সরকার। দু’ মাস আগে এ নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। তখন বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেয়ার বিষয়ে চুক্তি হয় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে। কিন্তু নানা সমালোচনা ও বিরোধিতার পর সরকার বিদেশী শ্রমিক নেয়া নিষিদ্ধ ঘোষণা করে। এখন মালয়েশিয়ার কর্মকর্তারা বলছেন, হুনের পরে বিদেশী শ্রমিক নিতে পারবেন নিয়োগকারী কর্তৃপক্ষ। তবে তার আগে তাদেরকে প্রমাণ করতে হবে যে, তারা কাজের জন্য মালয়েশিয়ার কোন শ্রমিককে পান নি। এ খবর দিয়েছে দ্য নিউ স্ট্রেইটস টাইমস। এতে বলা হয়, অভিবাসন বিভাগের মহাপরিচালক সাকিব কুসমি বলেন, ম্যানুফ্যাকচারিং শিল্পের মতো কিছু খাত থেকে আমরা বিদেশী শ্রমিক নেয়ার বিষয়ে আবেদন পেয়েছি। এক্ষেত্রে নিয়োগকারীদের প্রমাণ করতে হবে যে, তারা কাজের জন্য মালয়েশিয়ার কোন শ্রমিক পাচ্ছে না।
এই বিভাগের সর্বাধিক পঠিত
Syed MD Mohi Uddin liked this on Facebook.
Sohel Biplob liked this on Facebook.
Abdul Mannan Mannan liked this on Facebook.
Bellal Arif liked this on Facebook.