মালয়েশিয়ায় ৩০ বাংলাদেশী যৌনকর্মী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৫২ যৌনকর্মী ৫৩ দালালকে আটক করেছে দেশটির পুলিশ। সোমবার কুয়ালালামপুর পুলিশের একটি বিশেষ বাহিনী ‘জালান সিলাং’ এলাকার ওই যৌনপল্লীর পাঁচটি ডেরাতে এই অভিযান চালানো হয়।

আটক যৌনকর্মীদের মধ্যে ৩০ জনই বাংলাদেশী। এছাড়া মালয়েশিয়ার ১৫ জন, ইন্দোনিশায়ার পাঁচজন এবং মিয়ানমারের দুইজন যৌনকর্মী রয়েছেন। মালয়েশিয়ার ১৫ জনের মধ্যে দুইজন সমকামী বলে জানা গেছে। মালেশিয়াভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে- ওই যৌনকর্মীরা হোটেলগুলোতে ৪০ থেকে ৫০ রিংগিতের (বাংলাদেশী মুদ্রায়-৭৭৫ থেকে ১০০০ টাকা) বিনিময়ে যৌনতা বিক্রি করতো।

পুলিশি অভিযানের নেতৃত্বে থাকা খাইরি আহরাশা জানান, যৌনকর্মীদের পাশাপাশি হোটেলের পরিচালক, কর্মী এবং খদ্দেরদেরও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বয়স ২৯ থেকে ৫৩ বছরের মধ্যে। ওই হোটেলগুলোতে যারা যাতায়াত করেন তাদের বেশিরভাগই বিদেশী পর্যটক বলেও জানান তিনি। ঘটনাস্থল থেকে পুলিশ ১০০ পিস কনডম, সাড়ে তিন হাজার রিংগিত ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে।

৪ thoughts on “মালয়েশিয়ায় ৩০ বাংলাদেশী যৌনকর্মী আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.