আফগানিস্তানে ৬ তালেবান জঙ্গির ফাঁসি কার্যকর

জঙ্গি সংগঠন তালেবানের ৬ সদস্যকে ফাঁসি দিয়েছে আফগানিস্তান। ২০১৪ সালে আশরাফ গনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার পর এই প্রথম দেশটিতে মৃত্যুদণ্ড দেওয়া হলো। খবর বিবিসির।   গত মাসে দেশটির রাজধানী কাবুলে তালেবান হামলায় ৬৪ জন নিহত হওয়ার পর প্রেসিডেন্ট গনি এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। আফগান টিভি রিপোর্টের বরাত দিয়ে বিবিসি বলছে, ফাঁসি দেওয়া ৬ জঙ্গির মধ্যে ২ জন ২০১১ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রাব্বানি হত্যার ঘটনায় জড়িত ছিলেন। এদিকে, প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, সকল আইনি প্রক্রিয়া মেনেই ওই ৬ জঙ্গি ফাঁসি কার্যকর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *