চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নির্বাচনী সহিংসতায় জামাল (২৬) নামের যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। নির্বাচনের দিন শনিবার (৭ মে) রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
রোববার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার নিজমেহার গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়। এর আগে রাতে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরত নিয়ে আসা হয়।
জামাল নিজমেহার গ্রামের শহীদুল্লা মিয়াজীর ছেলে এবং স্থানীয় যুবলীগ কর্মী।
স্থানীয়রা জানায়, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ডা. আবদুর রাজ্জাকের সমর্থক হিসেবে জামাল নির্বাচনের দিন নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে যায়। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মমিনের (চশমা প্রতীক) সমর্থকদের সাথে সংঘর্ষে জামালের ঘাড়ের ৪টি রগ ছিঁড়ে যায়। তার মাথা ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।
দলীয় লোকজন জামালকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ক’জন জানায়, সংঘর্ষের সময় জামাল কেন্দ্র দখলে নিতে একটি ককটেল বিস্ফোরণও ঘটিয়েছিলেন। এসময়ই আহত হন তিনি।
এদিকে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার অপারেশনের কথা জানান। কিন্তু আর্থিক সংকটের কারণে জামালের অপারেশন করা সম্ভব হয়নি। তাই রাতেই তাকে বাড়ি নিয়ে আসা হয়। ফলে সকালে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা দাবি করেছে।
জামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, শুনেছি জামাল হোসেন নামের একজন কুমিল্লায় মারা গেছেন। তবে কীভাবে মারা গেছেন বা কারা তাকে মেরেছে এ তথ্য আমরা এখনো পাইনি। লাশ উদ্ধারে ফোর্স পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে।