ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠকে বসেছে।
চতুর্থ ধাপের ইউপি নির্বাচন শেষে প্রতিনিধি দলটি শনিবার (০৭ মে ) বিকেল সোয়া ৪টার দিকে সিইসির সঙ্গে বৈঠকে বসার সুযোগ পায়। প্রতিনিধি দলে দলটির নেতা ইমরান সালেহ প্রিন্স, ক্যাপ্টেন সুজা উদ্দিন আহমেদসহ অন্যরা রয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।
শনিবার (০৭ মে) সকাল ৮টায় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর বিভিন্ন অনিয়মের অভিযোগ দিতে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাতের সময় চায়। সেই পরিপ্রেক্ষিতে সিইসি তাদের সঙ্গে বৈঠকে বসেছেন।