লক্ষ্মীপুরে সংঘর্ষে আহত ৩৫, ৬ পোলিং এজেন্ট আটক

লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩৫ জন। জাল ভোট দেয়া ও ভোটারদের প্রভাবিত করাকে কেন্দ্র করে শনিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে লক্ষ্মীপুর সদরের টুমচর মাদরাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও রায়পুরের বামনী ইউনিয়নের আল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় টুমচরের ওই কেন্দ্র থেকে রিয়াজুল করিম নামে নৌকা প্রতীকের এক এজেন্টকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে রায়পুর উপজেলার কেরোয়া মানছুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ভোটগ্রহণ স্থগিত করেছে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার। এ সময় জাল ভোট দেয়ার দায়ে ৬ পোলিং এজেন্টকে আটক করা হয়েছে বলে জানান দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়া ও ভোটারদের প্রভাবিত করায় মেম্বার প্রার্থী ইসমাইল হোসেন (মোরগ প্রতীক) ও কামাল হোসেন (ফুটবল প্রতীক) এর সমর্থকদের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হন।

এ দিকে রায়পুরের বামনী ইউনিয়নের আল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হন। এসব ঘটনায় আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *