জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার নেতাকর্মীদের মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, অবৈধ বাকশালী-স্বৈরাচার এই সরকার ভোটারবিহীন অবস্থায় প্রশাসনিক সহায়তায় ক্ষমতায় আছে। কথায় কথায় বর্তমান সরকার বিরোধীদলের নেতাকর্মীদের উপর মামলা-হামলা দিচ্ছে এবং বিচার বিভাগে হস্তক্ষেপ করে রিমান্ড-নির্যাতন, জেল-জুলুম দিচ্ছে। কিন্তু এতোসব করেও সরকারের শেষ রক্ষা আর হবে না কারণ তাদের পায়ের তলায় মাটি নেই।
নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানার কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
এসময়ে জাহাঙ্গীর শিকদার নেতাকর্মীদের বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও ভোটাধিকার পুন:রায় ফিরিয়ে আনার আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহবান জানান।
সভায় সভাপতিত্ব করেন ওয়ারী থানা জাসাসের সভাপতি কাজী আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার।
সভায় আরো উপস্থিত ছিলেন- জাসাস ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক ইরানুল ইসলাম বিপ্লব প্রমুখ।
জিখান/প্রবাসনিউজ২৪.কম