পাবনার চাটমোহরে অনৈতিক সুবিধা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিজ দলের কর্মীকে বাদ দিয়ে প্রবাসীকে মনোনয়ন দিয়েছে দলের একটি কুচক্রী মহল।
দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী অনৈতিকভাবে বেশ মোটা অংকের অর্থ দিয়ে মনোননয় কিনে নিয়েছেন প্রবাসী সোহেল রানা।
হান্ডিয়াল ইউনিয়নের বর্তমান বিএনপির সভাপতি আবু হানিফের পক্ষে ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটির ৪৬ জন সমর্থন দেয়ার পরও বিষয়টিকে আমলে নেয়নি দলের হাই কামান্ড। এমন অভিযোগ করেছেন ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা।
সাংবাদিকের সঙ্গে আলাপকালে তারা অভিযোগ করে বলেন, বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ এর আগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাত্র ২৭০ ভোটের ব্যবধানে ক্ষমতাসীন দলের কাছে পরাজিত হন। ঐ নির্বাচনে ব্যাপক কারচুপি এবং ভোট জালিয়াতির ঘটনাও ঘটে। তৎকালীন নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ এহিয়ার চেয়ে ১৩৩৪ ভোট বেশি পেয়েছিলেন আবু হানিফ। কিন্তু বর্তমানে এহিয়া আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করছেন।
এদিকে, হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির কর্মী রুহুল আমিন ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, প্রবাসী কউ বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসবে। শুধু টাকাই যদি রাজনীতির মূল হাতিয়ার হয়, তাহলে আমাদের মতো তৃণমূলের কর্মীদের কোন দরকার নেই।
উল্লেখ্য, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান এবং হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকও আাগামী নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আবু হানিফকে মনোনয়ন দেয়ার জন্য সুপারিশ করেন। কিন্তু দলের হাইকমান্ড অর্থের বিনিময়ে মনোনয়টি প্রবাসী সোহেল রানাকে দিয়ে দেন।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে কয়েকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি।
এছাড়া প্রবাসী সোহেল রানার কাছে অর্থ লেনদেনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ আমি এখন গুলশান কার্যালয়ে আছি। এখন কথা বলতে পারবো না।’
জিখান/প্রবাসনিউজ২৪.কম