কালো বিড়াল থেকে সুরঞ্জিত এখন ইসলামী চিন্তাবিদ

ঢাকা : সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তকে সুফি দরবেশ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বলে আখ্যা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির সাবেক নেতা নাসির উদ্দিন পিন্টুর প্রথম মৃত্যুবাষির্কী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ আখ্যা দেন।

শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘রেলমন্ত্রী থাকা অবস্থায় সুরঞ্জিত কালো বিড়াল উপাধি নিয়ে মন্ত্রীত্ব থেকে বের হতে বাধ্য হয়েছেন। আর এখন তিনি খাজা, দরবেশ, সুফি এবং বিশিষ্ট ইসলামি চিন্তাবিদদের স্টাইলে কথা বলেন। কালো বিড়াল থেকে তিনি এখন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হয়েছেন।’

এসময় তিনি প্রধামন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘পিন্টুকে হত্যা, ইলিয়াস আলীকে গুম করার মাধ্যমে প্রধানমন্ত্রী আপনি মানবাধিকার লঙ্ঘন করেছেন। এ জন্য আপনাদের একদিন বিচারের মুখোমুখি হতে হবে। আমি না থাকলেও দেশের জনগণ আপনাদের বিচার দেখবে।’ দেশ রক্ষা আর আইন রক্ষা দুটো ভিন্ন বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

দেশে নারী নির্যাতন বেড়ে গেছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি একজন মেয়ে। যখন দেখেন কোনো মেয়ের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে তখন কোথায় যায় আপনার মানবাধিকার? এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়?’

বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে এবং বঙ্গবন্ধুর চামড়া দিয়ে যারা ঢুগঢুগি বাজাতে চেয়েছিলো তাদের নিয়ে কেবিনেট তৈরি করায় আপনার বাবার আত্মা আপনাকেও ক্ষমা করবে না।

যারা পিন্টুকে কারাগারে রেখে হত্যা করেছে, সুষ্ঠ তদন্তের মাধ্যমে বাংলার মাটিতেই তাদের বিচার হবে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

আয়োজক সংগঠনের সভাপতি সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহম্মেদ আজম খান, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *