জাসাস ঢাকা মহানগর দক্ষিন এর সুত্রাপুর থানার কর্মিসভা অনুষ্ঠিত

আজ ২৯শে এপ্রিল বিকালে বিএনপি কেন্দ্রীয় কার্যলয়ে জাসাস ঢাকা মহানগর দক্ষিন এর সুত্রাপুর থানার কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুত্রাপুর জাসাস এর আহবায়ক নাসিমুল গনি খান । উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জনাব জাহাঙ্গীর শিকদার । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক খালেদ এনাম মুন্না, সিনিয়র শ-সভাপতি কে,এস, হোসেন টমাস, মিজানুর রহমান কাউসার, মোঃ আকতার হোসেন, মাহতাব উদ্দিন শিকদার, সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন আনু । জাসাস এর সাবেক সভাপতি রাজু আহমেদ । সভায় আরও উপস্থিত ছিলেন জাসাস দক্ষিনে যুগ্ন সাধারন সম্পাদক ইরানুল ইসলাম বিপ্লব, মজিবর রহমান দিপু, তারেক কবির, কাজী জহুরুল ইসলাম বুলবুল, মোঃ নাজমুল হোসেন, এস,এম এস শওকত হোসেন সহ সুত্রাপুর থানা জাসাসের নেতা আল আমিন তালুকদার রুবেল, মোঃ আশিক এলাহী, মোঃ ওলী খান, আবু সাঈদ খান পল্লব, তৌফিক এনাম, মোঃ সোহেল, রায়হান ঢালী, সুনীল সাহা, ইমন পোদ্দার, তিশমার খান প্রমুখ ।

সভায় সম্মতিক্রমে নাসিমুল গনি খানকে সভাপতি, আতাউর রহমান আতাকে সিনিয়র সহ-সভাপতি, নাজমুল হোসেন রনিকে সাধারন সম্পাদক, রিপন দাসকে ১ নং যুগ্ন সাধারন সম্পাদক ও মোঃ আল আমিন তালুকদার রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে ০৫ সদসসবিশিস্ট কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর শিকদার বলেন অবৈধ দখলদার, জুলুমকারী, ভোটারবিহীন এই সরকারের অব্যাহত দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডে দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে । বর্তমান এই সরকার দেশে গনতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরন, মানবতা বিপন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও মানুষে মানুষে সম্প্রতি-শান্তি-স্বস্তি বিনষ্ট , গুম,খুন, লাশ অব্যাহত এবং সর্বোপরি নিরাপত্তা ভু-লুন্ঠিত করছে ।ঘরে বাহিরে সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক,রাজনৈতিক কোন ক্ষেত্রে কোথাও কেউ স্বস্তি ও নিরাপত্তা বোধ করছে না । সর্বত্রই যেন অজানা অয়াতংকে মধ্যে মানুষ জীবন যাপন করছে । তিনি নেতাকর্মীদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীদিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নিদিষ্ট লক্ষে পৌছা পযন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখে সমাজ ও দেশের কল্যাণে বলিষ্ঠ ভুমিকা রাখার আহবান জানান এবং বলেন বিজয় আমাদের সুনিশ্চত হবেই ইনশাআল্লাহ ।13071940_1169104556489074_8425949788570201647_o

13063460_1169103096489220_4590605729879703797_o

জিখান/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *