বাংলাদেশ ব্যাংক থেকে লুট করা টাকা দিয়ে শেখ হাসিনার জন্য নোবেল কেনা সম্ভব

টাকা সব কিছুই কিনতে পারে। নারী বা পুরুষ। প্রেম বা ভালবাসা। ঘর, বাড়ি, নদী, দেশ  সব কেনা সম্ভব। সুন্দরবন ধবংস করার জন্য রামপালে কয়লা বিদ্যুৎ করার  জন্য ভারতকে অনুমতি দেবার পরে শেখ হাসিনা “চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ ” পুরস্কার কিনেছে।  পরিবেশ রক্ষা ও জলবায়ূ পরিবর্তনের উপর বিশেষ ভুমিকা রাখার জন্য ।

সুন্দরবন ধবংস করার জন্য শেখ হাসিনা অবশ্যিই বিশেষ ভুমিকা রেখেছে। তা হলো রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্টা, ভারতকে বিদ্যুৎ বিক্রি করে মুনাফা করাতে সুবিধা করে দিয়ে অসাধারন ভূমিকা রেখেছে। সুন্দরবন ধবংস হলে বাংলাদেশের জলবায়ূ পরিবর্তিত হবে সুতারাং সুন্দরবন ধবংস করে জলবায়ূ পরিবর্তনে বিশেষ ভূমিকা তো রয়েছেই। সেজন্য আগে ভাগে “চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ” পুরস্কার কিনে ফেলেছে।

এখন বাকী থাকলো নোবেল পুরস্কার। এটা একটি নায্য দাবী। তবে এই দাবী দেশের ভেতরে করলে কেমনে হবে?
নোবেল কমিটিকে বাংলাদেশ ব্যাংক থেকে লুট করা টাকা পাঠিয়ে দিলেই হবে। সেজন্য মানব বন্ধন করা লাগবেনা। এই দাবী খুবই যৌক্তিক দাবী। শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষদের দিয়েই বাংলাদেশী হত্যা করিয়েছে সেজন্য শেখ হাসিনাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিৎ । সব চাইতে উল্লেখযোগ্য ব্যাপার হলো খুনীরা  সবাই বাংলাদেশের ভেতর রাজার হালে বসবাস করছে। বাংলাদেশের কোন জেলে আর কোন খুনী নেই । এরা সব বাংলাদেশের জেলের বাইরে বসবাস করে। সেজন্য নোবেল দেওয়া উচিৎ। ইসরায়েলের জন্য মার্কিন যুক্তরাস্ট্র অর্থ সাহায্য বৃদ্ধি করেছে পালেস্টাইনীদের সমূলে বিনাশ করার জন্য। সেজন্য প্রেসিডেন্ট ওবামা দ্বিতীয়বারের মত নোবেল পাবে (প্রথমবারে ওবামা নোবেল ফিরিয়ে দেয়)।

বাংলাদেশের আভ্যন্তরীন শান্তি ও সমৃদ্ধিকে সম্পুর্নভাবে অসম্ভব করে ফেলার জন্য শেখ হাসিনাকে শান্তিতে নোবেল দেওয়া উচিৎ
বাংলাদেশ রাইফেলস এর যোয়ানদের হত্যা করার জন্য শেখ হাসিনাকে শান্তিতে নোবেল দেওয়া উচিৎ
বাংলাদেশের সীমান্তে ভারতের বিএসএফ এর অবাধে অনুপ্রবেশ করে বাংলাদেশীদের হত্যা করতে বাধা না দেবার জন্য শেখ হাসিনাকে শান্তিতে নোবেল দেওয়া উচিৎ
বাংলাদেশকে ভারতের অংগরাজ্য বানাবার জন্য শেখ হাসিনাকে শান্তিতে নোবেল দেওয়া উচিৎ
বাংলাদেশ ব্যাংকের টাকা লুট করার জন্য শেখ হাসিনাকে অর্থনীতিতে নোবেল দেওয়া উচিৎ
হেফাজতে ইসলামের সদস্যদের রং মাখিয়ে শুইয়ে ট্রাকে ভরে না ফেরার দেশে পাঠিয়ে দেবার জন্য শেখ হাসিনাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিৎ
মার্কিন যুক্তরাস্ট্র, ভারত ও অন্যান্য বহুজাতিক কোম্পানীকে বাংলাদেশ থেকে অবাধে সম্পদ লুট করার অনুমতি দেবার জন্য শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিৎ
আজ পর্যন্ত বাংলাদশের কোন হত্যাকান্ডে দোষী ব্যক্তি শাস্তি পায়নি সেজন্য শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিৎ
বাংলাদেশে নিরীহ মানুষ ধরে জেলে চালান দেবার কালচার তৈরি করার জন্য , জবাই, কোপাকুপি, লগী, বৈঠা, দা, যুদ্ধাপরাধী বানিয়ে নিরীহ মানুষের ফাঁসী দেবার দক্ষতার জন্য শেখ হাসিনাকে শান্তিতে ণোবেল পুরস্কার দেওয়া উচিৎ।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে ছিল ২৭ বিলিয়ন ডলার। নোবেল কমিটিকে দেবার পরেও অনেক টাকা বাচবে যদি ঠীকভাবে দরদাম কষার জন্য ব্জ্রদাকে সেখানে পাঠানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *