http://nexsus-blog.blogspot.ca/
খাবলে খায় দ্বিপদ জানোয়ার
পোকামাকড়েরা সব অবাক অবাক
শুকনো ঘাসে কত রক্ত কত খাবার
তালগাছের গোড়া থেকে নদীর কিনার
পোকাদের বিশাল লাইন
সাপ পরিবার এই এলাকাতে অনেকদিন
এত বড় পোকার লাইন দ্যাখেনি কোনকালে
আজকাল পোকাদের খুব উতসব লেগে থাকে
কেঁচো উঠে আসে মাটির নীচে থেকে
শালিকেরাও ব্যস্ত খুব
মাছেরা এদিকওদিক
উকি দিয়ে সরে গেছে দূরে
সেসব কিছু দ্যাখে
বরফ জমা দেহ
বিস্ফোরিত চোখ
তার ঠোটের চারিপাশে বিজবিজে পোকা
ঠোটের রঙ বোঝা যায়না
চোখভরা বিস্ময়
ব্যাথাভরা
কারা যেন খেয়ে গেছে দেহ
পোকাদেরও আগে
পাখীরা বিস্মিত
গাছপালা, জন্তু, পাখী
কেউ দ্যাখেনি কখনও
এমন খাদক
খাবলে খেয়েছে দেহ
তারপর চলে গেছে দুপায় হেটে
শুকনো ঘাসে কত রক্ত কত খাবার
তালগাছের গোড়া থেকে নদীর কিনার
পোকাদের বিশাল লাইন
সাপ পরিবার এই এলাকাতে অনেকদিন
এত বড় পোকার লাইন দ্যাখেনি কোনকালে
আজকাল পোকাদের খুব উতসব লেগে থাকে
কেঁচো উঠে আসে মাটির নীচে থেকে
শালিকেরাও ব্যস্ত খুব
মাছেরা এদিকওদিক
উকি দিয়ে সরে গেছে দূরে
সেসব কিছু দ্যাখে
বরফ জমা দেহ
বিস্ফোরিত চোখ
তার ঠোটের চারিপাশে বিজবিজে পোকা
ঠোটের রঙ বোঝা যায়না
চোখভরা বিস্ময়
ব্যাথাভরা
কারা যেন খেয়ে গেছে দেহ
পোকাদেরও আগে
পাখীরা বিস্মিত
গাছপালা, জন্তু, পাখী
কেউ দ্যাখেনি কখনও
এমন খাদক
খাবলে খেয়েছে দেহ
তারপর চলে গেছে দুপায় হেটে
[নেক্সাসের ব্লগ – একটি আয়শা মেহের কবিতা ব্লগ ]