আজ ২৬শে এপ্রিল বিকালে বিএনপি কেন্দ্রীয় কার্যলয়ে জাসাস ঢাকা মহানগর দক্ষিন এর শাহবাগ থানার কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের যুগ্ন সাধারন সম্পাদক তারেক কবির । বিশেষ অথিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক খালেদ এনাম মুন্না, জাসাস ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ডাঃ আরিফুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন আনু ।সভায় আরও উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুস সোবাহান, সালাউদ্দিন ইমন, ডাঃ নিপুন মোল্লা, মনিরুল ইসলাম মনির, মোঃ মিজানুর রহমান সহ লালবাগ থানা জাসাসের নেতা আশরাফ উদ্দিন, মোঃ বাবুল, মোঃ মুক্তার, মোঃ রেজাউল, সৈয়দ ফারহান, সৈয়দ ইবাদত আলী, মোঃ শামসু,আবু খায়ের প্রমুখ ।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ নিজাম উদ্দিন কে আহবায়ক, মোঃ তাজুল ইসলামকে সদস্য সচিব এবং শাকিল আহমেদ শাহিন, জাভেদ হোসেনকে যুগ্ন আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট লালবাগ থানা আহবায়ক কমিটি গঠন করা হয় ।
সভার প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর শিকদার বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত বিএনপি’র চেয়ারপার্সন ও সিনিয়র ভাইস চেয়ারমযানসহ এ যাবত ঘোষিত কমিটিতে স্থানপ্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান । যোগ্য, ত্যাগী, কর্মনিস্ট, সংগ্রাম ও আন্দোলনমুখী নেতারাই কমিটিতে স্থান পেয়েছে বলে তিনি মনে করেন এবং আগামীতে যারা এই অবৈধ সরকারের সকল বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় সচল রেখেছে, বিভিন্ন কর্মসুচি পালন করেছে, মাঠে থেকে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছে- তারাই কমিটিতে স্থান পাবে বলেই তিনি আশাবাদ ব্যাক্ত করেন ।
নাসিম/প্রবাসনিউজ২৪.কম