মামলা হামলার প্রতিবাদে শাহরাস্তিতে মানব বন্ধন।

শাহরাস্তি উপজেলার নিজমেহার, দেবকরা ও ষোলপুকুরিয়া এলাকাবাসী গতকাল ১৯ এপ্রিল বিকেলে তালতলা বাজারে স্থানীয় প্রভাবশালী আবুল বাশার পাটওয়ারী কর্তৃক মামলা-হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে। এ সময় এলাকাবাসী দাবি করেন, মৃত জয়নাল আবেদীনের পুত্র মোঃ আবুল বাশার পাটওয়ারী বিভিন্নভাবে এলাকাবাসীকে হয়রানি করে আসছেন। তিনি নানা অজুহাতে সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি করেন। তার হয়রানি থেকে মুক্তি পেতে এলাকার নারী-পুরুষ রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। তারা এ ব্যাপারে চাঁদপুর জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন এবং ওপেন হাউজ ডের মাধ্যমে তাদের বক্তব্য শোনার আহ্বান জানান।

স্থানীয় আবুল হাশেমের পুত্র বিল্লাল হোসেন জানান, তালতলা বাজারে পরোটা খাওয়াকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। পৌরসভার সংরক্ষিত ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহিন আক্তার মানববন্ধনে অংশ নিয়ে জানান, তার বিরুদ্ধে কিছুদিন পূর্বে ২টি মামলা দেয়া হয়। মামলা দুটির সাক্ষী হলেন আবুল বাশার। তিনি দাবি করে বলেন, বাশারের ইন্দনেই আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আবুল বাশারের আপন ছোট ভাই আব্দুল গফুর বলেন, গত ১৮ এপ্রিল দুপুরে এলাকার জনগণকে সহায়তা করার অভিযোগে আমার ঘর ভাংচুর করা হয়। রুহুল আমিন অভিযোগ করে বলেন, আমি একজন কৃষক, আমার কাছ থেকে আবুল বাশার স্কীমের ১৭৫ টাকা পাবেন। সে কারণে তিনি সকলের সামনে আমাকে মারধর করেন। ডাঃ মোঃ আব্দুল মজিদ জানান, ডাব চুরির অভিযোগ এনে খোকন ও তার ভাই মোশারফকে বেঁধে মারধর করা হয়। এভাবে প্রায় ৩০/৩৫টি পরিবার আবুল বাশার কর্তৃক নির্যাতনের শিকার। অজুফা বেগম জানান, তার ছেলে আরিফ হোসেন এলাকার মারামারি থামাতে গেলে তাকে কিছু লোক মারধর করে। পরে তিনি বিষয়টি থানায় অবহিত করতে গেলে আবুল বাশারের সহযোগী আমির হোসেন তাদের থানায় ঢুকতে বাধা প্রদান করেন।

সূত্রঃ চাঁদপুর কণ্ঠ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *