স্মার্ট গ্লাস আনছে ফেসবুক

গুগল গ্লাসের মত স্মার্ট গ্লাস তৈরির ঘোষণা দিল ফেসবুক। সম্প্রতি শেষ হওয়ার বার্ষিক ডেভেলপারস সম্মেলন এফ ৮ এ এই ঘোষণা আসে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এমনই একটি স্মার্ট গ্লাসের প্রোটোটাইপ প্রদর্শন করেন।

এ সময় জুকবারবার্গ জানান, তার এমন একটি গ্লাস উৎপাদন করতে চায় যেটি দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিলিয়েটি উপভোগ করা যাবে। এটি গুগল গ্লাসের চেয়ে খুব একটি বৈসাদৃশ্য পূর্ণ হবে না।

জুকারবার্গ বলেন, ‘অগমেন্টেড রিয়েলিটি আপনাকে বিশ্ব দেখার সুযোগ করে দেবে। কিন্তু সেটি হবে বাস্তব জগতের ওপর ভিন্ন প্রলেপ।’ এ যেনো বাস্তবেই কল্পনায় দেখা।

ফেসবুক ছাড়াও অগমেন্টেড টেকনোলজি নিয়ে কাজ করছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে হলোলেন্স তৈরি করেছে। অন্যদিকে স্ন্যাপচ্যাটও এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। অন্যদিকে গুগলও তাদের স্মার্ট গ্লাসের নতুন ভার্সন বাজারে আনতে কাজ করে যাচ্ছে।

ফেসবুকের এই স্মার্ট গ্লাসের কাজ ঠিক কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে জুকারবার্গ বিস্তারিত কিছু জানায়নি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *