আকস্মিক ভূকম্পনে আতঙ্কিত মানুষ

ঢাকা : ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট হবে। আকস্মিক ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ পুরো দেশ। আবারো অনুভূত হলো ৭ দশমিক ১ মাত্রার তীব্র ভূ-কম্পন। সময়টা ঠিক সন্ধ্যা হওয়ায় রাজধানীতে কর্মজীবী মানুষ ছিল একান্তই ব্যস্ত। কেউ হয়তো দিনের কাজ শেষে সন্ধ্যায় ঘরে ফিরছিল, কেউ হয়তো একটু আগেই বাসা থেকে কাজের উদ্দেশ্যে অথবা অন্য কোনো প্রয়োজনে ঘর ছেড়েছিল। কিন্তু হঠাৎ ঝাকুনিতে সব কিছুই যেন উলোট-পালট হয়ে গেলো। কোনো ‍কিছু বুঝে ওঠার আগেই শুরু হল ছুটাছুটি।

কাজের ব্যস্ততায় ভূমিকম্পের অনুভূতি সামান্য দেরিতে টের পেলেও পরক্ষণেই নগরবাসীর মধ্যে শুরু হয় দৌড়াদৌড়ি। তাদের অনেককেই সুউচ্চ ভবন থেকে সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে আসছে। অনেকেই দৌড়ুতে দৌড়ুতে রাস্তায় নেমে এলো। অফিস থেকে কেউ কেউ হয়ত ফোনে বাসার খবর নিতে নিতে নিজেকে নিরাপদে সরিয়ে নিচ্ছিল। চারদিকে শুরু হলো হইহুল্লোড়, চিৎকার-চেচামেচি। যে যেভাবে পারছে আত্মরক্ষায় ছুটছে। কেউ কেউ হয়তো সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে ঘরেই বসেছিলেন। এমনই পরিস্থিতিতেই বুধবার সন্ধ্যায় রাজধানীতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে অনুভূত ভূমিকম্পে সারা দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুধু বাংলাদেশেই নয়, একই সময়ে ভারত, পাকিস্তান ও নেপালেও এই ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইকে বলে জানা গেছে। ভূমিকম্পের গভীরতা ছিল ১২৫ কিলোমিটার।

উল্লেখ্য, রাত পোহালেই বাঙালির ঘরে ঘরে শুরু হবে নববর্ষ উদযাপন। পহেলা বৈশাখের ঠিক আগের রাতে এমন ভূমিকম্প স্বাভাবিকভাবেই নগরবাসীসহ দেশের মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *