ঢাকা : গত বছরে ‘বজরঙ্গি ভাইজান’ নির্মাণ করে কাঁদিয়ে ছিলেন সবাইকে। এবার আসছেন নতুনভাবে ‘সুলতান’ হয়ে। তাকে দেখলে তার ফ্যানদের তো বটেই, এমনকী যারা সালমান ভক্ত নন, তারাও চমকে যাবেন।
সেই অপেক্ষার অবসান হলো। প্রথমে ছবি অফিসিয়াল পোস্টার, তার কয়েক ঘণ্টা পর সালমান ও আনুশকা অভিনীত ‘সুলতান’র প্রথম অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়েছে।
আর তাতে কেমন লাগছে কুস্তিগীর সলমনকে? নিজের চোখেই দেখে নিন। বলা হচ্ছে, প্রত্যাশার থেকেও নাকি ছাপিয়ে গেছে ‘সুলতান’র ট্রেলার। আসছে ঈদে মুক্তি পাবে ‘সুলতান’।
গত বছর বলিউডের সবচেয়ে সফল সিনেমা দু’টিই এসেছে সালমান খানের ঝুলি থেকে। ২০১৫ সালের পুরোটাই যেন ছিল ‘বজরঙ্গি ভাইজান’ময়। এ বছরও হয়তো তার ব্যতিক্রম হবে না। কেননা জরিপ বলছে, তার পরবর্তী সিনেমা ‘সুলতান’ই বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা।
এবার দেখা যাক, আলি আব্বাস জাফরের লেখা ও পরিচালনায় সালমান খান মানুষের হৃদয় কতটুকু জয় করে নিতে পরেন।