আমাদের আজকের সংগ্রাম কয়লা বিদ্যুৎ এর কালো থাবা থেকে মুক্তির সংগ্রাম। আমাদের আজকের সংগ্রাম কার্বন এর দূষিত বিষবাস্প থেকে পরিবেশকে রক্ষা করে বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারার সংগ্রাম। আজ জেগেছে বাঁশখালীর বিপ্লবী জনতা । বাঁশখালীর গন্ডমারা পশ্চিম বড়ঘোনায় একটি কয়লা বিদ্যুৎ প্রকল্প করার জন্য সাইফুল আলম মাসুদ ৬০০ একর জমি কিনে নিয়েছে এলাকাবাসীর কাছ থেকে। কয়লা বিদ্যুৎ উতাপদন শুরু হলে গ্রামটি ধবংস হয়ে যাবে। শুধু গ্রামটি নয় চারিপাশের সকল গ্রামই ধ্বংস হয়ে যাবে। মানুষ, পশুপাখি, আবাদী সব ধ্বংস হবে। সেজন্য এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে । আজ দুপুরে সাইফুল আলম মাসুদের ছোটোভাই তার কিছু সফর সংগী নিয়ে তাদের কয়লা বিদ্যুৎ প্রকল্পের জন্য বরাদ্দ সাইট পরিদর্শন করতে গেলে এলাকাবাসী তাদের ধাওয়া করে এবং তাদের মটোরবাইক জ্বালিয়ে পানিতে ফেলে দেয়।
বাঁশখালীর গন্ডমারা পশ্চিম বড়ঘোনার জনগণের জন্য রইল লাল সালাম, শ্রদ্ধা ও অফুরন্ত ভালবাসা।
এইভাবে সংগ্রাম চালিয়ে যান, প্রতিরোধের মুখে ধ্বংস হয়ে যাক অপরাধীর কালো হাত। আল্লাহ্ আপনাদের সহায় হউন।
সুন্দরবন ধ্বংস করে রামপাল উপজেলাতে কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিকে এভাবেই সলিল সমাধিস্থ করতে হবে।