জাহাঙ্গীর কবীর বাপপি: দুবাই এর যে কোন এয়ারপোর্ট দিয়ে ভ্রমণ করার সময় এখন থেকে প্রতিটি বিমান যাত্রীকে গুনতে হবে অতিরিক্ত ৩৫ দিরহাম। কেবল ২ বছরের নীচে শিশু এবং কেবিন ক্রুরা এ সার্ভিস চার্জ থেকে রেহাই পাবেন। এদের ছাড়া সবাইকে এমনকি ট্রানজিট যাত্রীদেরকেও তা দিতে হবে। এয়ারলাইন অপারেটরদেরকে এরই মধ্যে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে যেন বিমান টিকেট ইস্যুর সময় তারা যাত্রীপিছু এ চার্জ নিয়ে নেন। দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে ০১ মার্চ থেকে এবং দুবাই এয়ারপোর্ট হয়ে সফরকারী যাত্রীদের ক্ষেত্রে এ সারচার্জ ৩০ জুন এর পর থেকে কার্যকর হবে।
দুবাইর এয়ারপোর্টসমূহের অবকাঠামো উন্নয়ন এবং ধারণক্ষমতা বৃদ্ধিতে এ অর্থ ব্যয় হবে বলে সরকারী ডিক্রীতে জানানো হয়েছে। (সুত্র: Emirates 24/7)